reporterঅনলাইন ডেস্ক
  ০৯ আগস্ট, ২০১৮

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী কংগ্রেসম্যান রাশিদা

যুক্তরাষ্ট্রের প্রথম নারী কংগ্রেসম্যান নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তাইয়্যিব। ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন পেয়ে কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন মিশিগান রাজ্যের এই আইনপ্রণেতা।

গতকাল বুধবার ৩৩.৬ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন রাশিদা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রেন্ড জোন্স পেয়েছেন ২৮.৫ শতাংশ আর বিল ওয়াইল্ড পেয়েছেন ১৪.৫ শতাংশ।

বিশেষ এই নির্বাচনে রিপাবলিকান কোনো প্রতিনাদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি কংগ্রেসে প্রবেশ করছেন। এই আসনটি ১৯৬৫ সাল থেকে জন কোনিয়ের্সের দখলে ছিল। যৌন নিপীড়নের অভিযোগের মুখে গত ডিসেম্বরে তিনি পদত্যাগের ঘোষণা দিলে আসনটি শূন্য হয়। এ জয়ে চলতি বছর দ্বিতীয় মুসলিম হিসেবে প্রতিনিধি পরিষদে বসতে যাচ্ছেন রাশিদা।

চলতি সপ্তাহের প্রথম দিকে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর মার্কিন মুসলিমদের ওপর হামলার ঘটনা বেড়েছে। এ কারণেই তিনি এ পদে লড়তে উদ্বুদ্ধ হয়েছেন। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের প্রতিবেদনে বলা হয়, গত বছর যুক্তরাষ্ট্রের ইসলামফোবিয়ায় ১৫ শতাংশ হামলার ঘটনা বেড়েছে।

রাশিদা বলেন, ‘আমি ইতিহাস করতে লড়াই করিনি। আমার সন্তানদের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে লড়াই করতে রাজনীতিতে এসেছি।’

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারী কংগ্রেসম্যান,যুক্তরাষ্ট্র,ডেমোক্র্যাট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close