reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুলাই, ২০১৮

পাকিস্তানে ভোটকেন্দ্রের পাশে বোমা বিস্ফোরণ, নিহত ৩১

পাকিস্তানের কোয়েটায় জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে একটি ভোটকেন্দ্রের বাইরে এক বিস্ফোরণের ঘটনায় তিন পুলিশ ও দুই শিশুসহ কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। বুধবার কোয়েটার ইস্টার্ন বাইপাসের কাছে এই বিস্ফোরণ ঘটে।

জিও টিভির খবরে বলা হয়, ভোটকেন্দ্রটির পাশে অবিস্ফোরিত একটি গ্রেনেড থাকার খবর পাওয়া গেছে। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ বাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভোটকেন্দ্রের পাশে টহলরত পুলিশের একটি গাড়ির কাছে এই বিস্ফোরণ ঘটে।

ডিআইজি আব্দুল রাজ্জাক চীমা বলেন, আহতদের নিকটবর্তী সান্দেমান প্রাদেশিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রসঙ্গত, নির্বাচন উপলক্ষে নিরাপত্তার খাতিরে পাকিস্তান ও আফগানিস্তানের বেলুচিস্তানের চামান সীমান্ত-পারাপার দুদিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বোমা বিস্ফোরণ,পাকিস্তান,ভোটকেন্দ্র
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist