reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুন, ২০১৮

এরদোগানকে বিশ্বনেতাদের অভিনন্দন

ফের তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির জনপ্রিয় নেতা ও বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রেসিডেন্ট এরদোগানকে বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন। এ কাতারে রয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা।

দেশটির নির্বাচন কমিশন প্রেসিডেন্ট এরদোগানকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবর প্রকাশ পরপরই ইউরোপীয় ইউনিয়নের নেতা ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান অভিনন্দন জানিয়েছেন। এদিকে শুধু ইউরোপীয় ইউনিয়নই নয়, মুসলিমবিশ্বের নেতাদেরও প্রশংসার জোয়ারে ভাসছেন এরদোগান।

এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট এক অভিনন্দন বার্তায় বলেন, এরদোগানের সফলতায় অভিনন্দন জানাচ্ছি। আশা করছি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এরদোগান আরও এগিয়ে যাবে। এদিকে এরদোগানের নেতৃত্বে তুরস্ক এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রেসিডেন্ট আলিভ বলেন, আঙ্কারার অর্থনৈতিক অবস্থান সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে গেছে। পাশাপাশি দেশটি আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থানকে আরও শক্ত করেছে।

এদিকে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এক টেলিফোন কলের মাধ্যমে এরদোগানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বার্তায় এরদোগানের সফলতায় উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, আশা করছি এরদোগানের নেতৃত্বে তুরস্ক আরও উন্নত ও শান্তিকামী রাষ্ট্রে উন্নীত হবে।

এদিকে গ্রীকের পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস কটজিয়াস, সুদানের প্রেসিডেন্ট ওমার আল বশির, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাখাওয়াত মিরজিভ ও মেসেডোনিয়ানর প্রেসিডেন্ট জর্জ ইভানোভ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া পাকিস্তান, কসোভা, বেলারুশ, কাতার, কুয়েত, সোমালিয়া ও বাহরাইনের সরকারপ্রধান এরদোগানের জয়ে অভিনন্দন জানিয়েছেন। মিশরের মুসলিম ব্রাদারহুড এরদোগানের জয়ে উল্লাস প্রকাশ করে বার্তা দিয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তুরস্ক,প্রেসিডেন্ট নির্বাচন,রিসেপ তাইয়েপ এরদোগান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist