reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুন, ২০১৮

ভারত-পাকিস্তানকে মিলিয়ে দিতে চায় চীন

চির বৈরি ভারত-পাকিস্তানকে মিলিয়ে দিতে চায় চীন। দেশটি চায়, কাঁধে কাঁধ মিলিয়ে দুটি দেশ একসঙ্গে চলুক। চীনের চাওয়া, এক হওয়ার মধ্য দিয়েই শান্তি ফিরে আসুক এই অঞ্চলে। সেটা দ্রুত এবং স্থায়ী যেন হয় সেটাও চায় দেশটি। আজ সোমবার এ কথা বলেছেন ভারতে নিযুক্ত চীনের রাষ্টদূত লিউ জাওহুই। দিল্লিতে, একটি সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমার কয়েক জন ভারতীয় বন্ধু প্রস্তাব দিয়েছেন, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকের এক ফাঁকে ভারতকে নিয়ে তো আলাদাভাবে বলতে পারে চীন, পাকিস্তান। এটা খুবই গঠনমূলক ভাবনা।

গত এপ্রিলেই উহানে এসসিওর বৈঠকের ফাঁকে আলাদাভাবে কথা বলতে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহত্তর ভৌগোলিক এলাকায় শান্তি ফেরানোর লক্ষ্যে এমন ত্রিপাক্ষিক বৈঠক যে এর আগেও হয়েছে, সেটাও মনে করিয়ে দিতে ভোলেননি ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।

জাওহুই বলেন, শান্তি ফেরাতে এর আগে একইভাবে ত্রিপাক্ষিক বৈঠকে বসেছে চীন, রাশিয়া ও মঙ্গোলিয়া। তাতে কাজও হয়েছে। সে ক্ষেত্রে ভারত ও পাকিস্তানকে নিয়ে চীনের আলাদাভাবে বৈঠকে না বসার কোনো কারণ থাকতে পারে না। লক্ষ্যটা যখন শান্তি ফেরানো। সীমান্তে শান্তি বজায় রাখাটা তো সব দেশেরই দরকার। তিনি বলেন, ডোকলামের মতো ঘটনা আবার ঘটুক, সেটা চীন চায় না। বরং ভারত, পাকিস্তান আর চীনের ভৌগোলিক এলাকায় দ্রুত শান্তি ফিরে আসুক আর তা স্থায়ী হোক, এটাই বেইজিংয়ের কামনা। আর তা হোক যৌথ প্রচেষ্টায়।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,পাকিস্তান,চীন,মিলিয়ে দিতে চায়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist