reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জুন, ২০১৮

গাঁজার বৈধতা দিলো কানাডা

বিনোদনের জন্য কানাডায় গাঁজা বৈধ করা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আইন দেশটির পার্লামেন্টে পাস হয়েছে। বিবিসি জানিয়েছে, ছয় মাস বিলটি নিয়ে গবেষণার পর ৫৬-৩০ ভোটে বিলটি পাস হয়েছে। আর ভোট দানে বিরত ছিল মাত্র একজন।

চলতি গ্রীষ্মের প্রথমদিকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিনোদনের জন্য গাঁজা বৈধকরণের বিলটি পাসের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিলটি পাস হওয়ায় জি-সেভেনভুক্ত দেশগুলোর মধ্যে বিনোদনের জন্য গাঁজার বৈধতা দেওয়ার দেশের তালিকায় কানাডা প্রথম স্থান অধিকার করে নিল। অবশ্য দেশটিতে চিকিৎসার জন্য গাঁজা ব্যবহারের বৈধতা দেওয়া হয়েছিল ২০০১ সালে।

বৈধভাবে গাঁজা কিনতে অবশ্য কানাডীয়দের আরো ১২ সপ্তাহ অপেক্ষা করতে হবে। কারণ, বিলটিতে কোনো সংশোধনী আনা হবে কিনা তা যাচাইয়ে এটি হাউজ অব কমন্সে পাঠানো হবে। এরপরই এটি চূড়ান্তভাবে আইনের রুপ পাবে। ধারণা করা হচ্ছে, আগামী আগস্ট অথবা সেপ্টেম্বর থেকে বিনোদনের জন্য বৈধভাবে গাঁজা কিনতে পারবে কানাডীয়রা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কানাডা,গাঁজা,বিনোদন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist