reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০১৮

ঘুর্ণিঝড় মেকুনুর আঘাতে ওমানের দক্ষিণাঞ্চল লণ্ডভণ্ড

শক্তিশালী ঘুর্ণিঝড় মেকুনুর ওমানের দক্ষিণাঞ্চল লণ্ডভণ্ড হয়ে গেছে। শুক্রবার রাতে আঘাত হানা এই শক্তিশালী ঘুর্ণিঝড়ের প্রভাবে অর্থাৎ প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টিপাতে ওই অঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অন্তত একজন মারা গেছে ও আরো ৩ জন আহত হয়েছে। দেশটির সোকোত্রা দ্বীপে মেকুনুর এ তা-ব চলে। ওমানের আবহাওয়া বিভাগের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, শুক্রবার রাতে উপসাগরীয় দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী সালালাহ্’র পশ্চিমে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এ সময় শক্তিশালী ঝড়ো বাতাসের সাথে ভারী বৃষ্টিপাত ও উঁচু ঢেউ দেখা যায়। তিনি বলেন, সর্বশেষ পর্যবেক্ষণে দেখা গেছে ঘূর্ণিঝড়টির মূল কেন্দ্র দোফার প্রদেশের উপকূলে আঘাত হানে। ওই অঞ্চলটিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বেশ কয়েকটি গাড়ি পানিতে ডুবে গেছে। আবহাওয়া বিভাগের প্রধান আব্দুল্লাহ্ আল-খোদুরি ওমান টিভিকে জানান, শুক্রবার রাতে আঘাত হানা ঘূর্ণিঝড়টি ২ ক্যাটাগরির ছিল।আঘাত হানার পর শক্তি কমে গিয়ে এটি ১ ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়।তিনি জানান, এটি আরো দুর্বল হয়ে গ্রীষ্মম-লীয় ঝড়ে পরিণত হয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে। এরপর সৌদি আরবের দক্ষিণাঞ্চলে আঘাত হানবে। ঝড়টি পার্শ্ববর্তী ইয়েমেনের দক্ষিণপূর্বাঞ্চলেও আঘাত হেনেছে।কর্মকর্তারা বলেন, উপকূল অঞ্চলের দুটি প্রদেশের হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।বেসামরিক নিরাপত্তা র্কর্র্তৃপক্ষ জানায়, ঝড় কবলিত দুটি প্রদেশে ৬৫টি আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লণ্ডভণ্ড,ওমান,ঘুর্ণিঝড় মেকুনু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist