reporterঅনলাইন ডেস্ক
  ২০ মে, ২০১৮

আজান সম্প্রচার না করলে টিভির লাইসেন্স বাতিল

পাকিস্তানের প্রতিটি টিভি চ্যানেলে দিনে ৫ বার আজান সম্প্রচার করা না হলে টিভির লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পাকিস্তানের প্রতিটি টেলিভিশন চ্যানেলকে দিনে ৫ বার আজান সম্প্রচার করতে হবে বলে নির্দেশ দিয়েছে দেশটির উচ্চ আদালত। আদালতের রায়ের পর দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) আজান সম্প্রচারের ব্যাপারে পাকিস্তানে ৪৫টি টেলিভিশন চ্যানেলকে শেষবারের মতো সতর্ক করে দিয়েছে। খবর ডন অনলাইন।

এদিকে সংস্থাটি হুশিয়ারি করে বলেছে, যদি এসব টেলিভিশন অতিসত্বর সময়মতো আজান সম্প্রচার শুরু না করে, তবে তাদের লাইসেন্স বাতিল করে দেয়া হবে।

গত ৯ মে দিনে পাঁচবার আজান সম্প্রচারের নির্দেশনা দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। বিচারপতি শওকত আজিজ সিদ্দিকীর একক বেঞ্চ টেলিভিশনগুলোর সকালের অনুষ্ঠানে নীতি লঙ্ঘনের বিরুদ্ধে একটি পিটিশনের শুনানি শেষে এ নির্দেশ দেন।

বিচারপতি শওকত আজিজ বলেন, ‘রমজান মাসে কোনো টেলিভিশন সার্কাস ও নিলাম ঘর অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে না। আজান হচ্ছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। কিন্তু টেলিভিশনগুলো তা সম্প্রচার করছে না। এর বদলে তারা গান, নাচ ও বিজ্ঞাপন প্রচার করছে।’

এ ব্যাপারে উচ্চ আদালত হালনাগাদ তথ্য জানাতে পেমরাকে নির্দেশ দিয়েছেন। সংস্থাটি সার্বিক তথ্য আদালতকে অবহিত করবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,আজান,টিভি চ্যানেল,আজান সম্প্রচার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist