reporterঅনলাইন ডেস্ক
  ০৮ মে, ২০১৮

রুয়ান্ডায় ভূমিধসে নিহত ১৮

পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়। ভূমিধসে রাজধানী কিগালিতে আরো তিনজনের মৃত্যু হয়েছে বলে কিগালির এক কর্মকর্তা জানিয়েছেন।

এ নিয়ে চলতি বছরের প্রথম চার মাসেই রুয়ান্ডায় ভারি বৃষ্টিপাত ও ভূমিধসে মৃতের সংখ্যা অন্তত ২০০ জনে দাঁড়িয়েছে। ভারি বৃষ্টিপাতের পর ভূমিধসে চাপা পড়া স্বজনদের খোঁজে স্থানীয়রা মাটি খুঁড়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ হাবিনশুটি বলেছেন, অন্যান্য বছরগুলোর তুলনায় গত চার মাস ছিল ভয়াবহ রকম বাজে। খুবই আতঙ্কজনক।

হাজার পাহাড়ের দেশ হিসেবে পরিচিত রুয়ান্ডা আফ্রিকার ঘনবসতিপূর্ণ দেশগুলোর অন্যতম। গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস কাবোনেকা বলেছিলেন, সরকার যেসব এলাকাকে উচ্চ ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সেখানকার অধিবাসীদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। সরকারি আদেশ না মানলে তাদের জোর করে সরানো হবে বলে জানিয়েছিলেন তিনি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভূমিধস,রুয়ান্ডা,পূর্ব আফ্রিকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist