reporterঅনলাইন ডেস্ক
  ২৮ এপ্রিল, ২০১৮

সৌদি জোটের হামলায় ইয়েমেনের ৩৮ হুতি যোদ্ধা নিহত

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দেশটির নিরাপত্তা পরিদর্শকসহ ৩৮ হুতি যোদ্ধা নিহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের ভেতর কমান্ডারদের বৈঠক চলাকালে তাদের লক্ষ্য করে হামলাটি করা হয়। শুক্রবার সন্ধ্যায় এই হামলা চালানো হয়।

আল আরাবিয়া জানায়, হুতি সরকারের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আবদেল হাকিম আল খাওয়ানিসহ শীর্ষ পর্যায়ের নেতারা ওই বৈঠকে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন্, ওই হামলার পর হুতিরা ইয়েমেনি সেনা, সরকারি কর্মকর্তা ও নাগরিকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

গত সপ্তাহে সৌদি হামলায় নিহত হুতি মিলিশিয়াদের দ্বিতীয় প্রধান সালেহ আল সাম্মাদের দাফনের বিষয়ে সিদ্ধান্ত নিতে ওই বৈঠকটি বসেছিল।

ইয়েমেনের অধিকাংশ অঞ্চল হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। ২০১৪ সালে দেশটির তৎকালীণ প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদির বিরুদ্ধে বিদ্রোহ করে হুতিরা। ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি আরব দেশের একটি জোট ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে বোমাবর্ষণ শুরু করে। এর পর থেকে এখন পর্যন্ত ইয়েমেনে ১৬ হাজারের বেশি বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি জোট। সূত্র : আল আরাবিয়া

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইয়েমেন,বিমান হামলা,সৌদি জোট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist