reporterঅনলাইন ডেস্ক
  ২৭ এপ্রিল, ২০১৮

ইতিহাস সৃষ্টি করে দক্ষিণ কোরিয়ায় কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার সীমান্তে প্রবেশ করেছেন। এ সময় কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন তাকে স্বাগত জানান। ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের অবসানের পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় পৌঁছালেন কোনো উত্তর কোরীয় শীর্ষ নেতা।

শুক্রবার সকালে নয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছান কিম। কিম জং উনকে দক্ষিণ কোরিয়ায় গার্ড অব অনার দেওয়া হয়।

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৯টায় অসামরিক এলাকা হিসেবে পরিচিত পানমুনজামের পিস হাউসে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠকে বসেছেন মুন জে ইন। এই আলোচনায় মূলত উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়টি গুরুত্ব পাবে। তবে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করতে রাজি করিয়ে একটি চুক্তিতে পৌঁছানো কঠিন কাজ বলে স্বীকার করেছে সিউল।

দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র জং সিওক বলেন, উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করানো সহজ কাজ নয়। কারণ, এক দশকের বেশি সময় ধরে দুই দেশের নেতাদের মধ্যে কোনো বৈঠক হয়নি। এরইমধ্যে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র প্রকল্প বহুদূর এগিয়ে নিয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া,কিম জং উন,মুন জে ইন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist