reporterঅনলাইন ডেস্ক
  ২৪ এপ্রিল, ২০১৮

আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সার্জ সার্গসিয়ান। সোমবার শতশত সেনা সদস্য বিক্ষোভকারীদের পক্ষ নিলে কয়েকদিন ধরে চলতে থাকা বিক্ষোভ নতুন মাত্রা পায়। এরপরই পদত্যাগের ঘোষণা দেন তিনি। আর্ন্তজাতিক গণমাধ্যমগুলো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর জানায়।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ১৭ এপ্রিল থেকে বিক্ষোভ শুরু হয়। কয়েক দশকের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে বড় রাজনৈতিক সংকট। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী হয়ে সার্গসিয়ান নিজের ক্ষমতা কুক্ষিগত করেছেন। দুর্নীতি, কর্তৃত্ববাদী একব্যক্তির শাসন থেকে দেশকে বাঁচাতে তারা সার্গসিয়ানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।

বিক্ষোভের মধ্যে এক বিবৃতিতে সার্গসিয়ান বলেন, আমার প্রধানমন্ত্রীত্বের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ হচ্ছে। আমি তাদের দাবি পূরণ করছি। তিনি আরো বলেন, দেশের নেতা হিসেবে শেষবারের মতো আমি আর্মেনিয়া রিপাবলিকানের সব নাগরিককে সম্ভাষণ জানাচ্ছি।

প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগে ৬৩ বছর বয়সী সার্গসিয়ান এক দশক ধরে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এরপর সব ধরনের রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী হন তিনি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সরকারবিরোধী বিক্ষোভ,সার্জ সার্গসিয়ান,পদত্যাগ,আর্মেনিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist