reporterঅনলাইন ডেস্ক
  ২০ এপ্রিল, ২০১৮

যুক্তরাষ্ট্রে ৮৩ বছর বয়সী ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে ওয়াল্টার মুডি নামের ৮৩ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। বোমা হামলা চালিয়ে এক মার্কিন বিচারক ও এক এটর্নিকে হত্যা করায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। বৃহস্পতিবার ওই ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে বলে আজ শুক্রবার সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।

মৃত্যুদন্ড তথ্য কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড পুনরায় বহাল করার পর থেকে দেশটিতে কোন ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করার ক্ষেত্রে মুডি হচ্ছেন সবচেয়ে বয়স্ক ব্যক্তি। এর আগে ২০০৫ সালে ৭৭ বছর বয়সে জন নিক্সন নামের এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হয়।

আলাবামা গভর্নর কে আইভির দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ১৯৪৯ সালে ফেডারেল বিচারক রবার্ট ভেন্সকে হত্যার দায়ে ওয়াল্টার লিরয় মুডির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। রাজ্যের এটর্নি জেনারেল স্টিভ মার্শাল এক বিবৃতিতে বলেন, একই বোমা হামলায় জর্জিয়ার এক এটর্নি নিহত হওয়ায় মুডিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যুদন্ড কার্যকর,যুক্তরাষ্ট্র,ওয়াল্টার মুডি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist