reporterঅনলাইন ডেস্ক
  ১৬ এপ্রিল, ২০১৮

আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় নগরী দাহরানে গতকাল রোববার আরব নেতাদের একদিনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিরিয়া সংকট, ফিলিস্তিনীদের ওপর ইসরাইলের আগ্রাসন, ইয়েমেনের গৃহযুদ্ধ এবং রিয়াদের সঙ্গে ইরানের উত্তেজনার মধ্যে এই শীর্ষ সম্মেলন হলো। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ২৯তম আরব শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স সিরিয়ার ওপর সমন্বিত হামলা চালানোর ২৪ ঘণ্টা পর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় গৌতা শহরে বিদ্রোহীদের ওপর সিরিয়ার রাসায়নিক হামলার জবাবে এ আক্রমণ চালানো হয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী শীর্ষ সম্মেলনের মূল বিষয়বস্তু হবে সিরিয়া পরিস্থিতি। বাদশাহ সালমান সকল চ্যালেঞ্জ মোকাবেলায় আরব দেশগুলোর ঐক্যবদ্ধ নীতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিন সমস্যার সমাধান এখনো আরব বিশ্বের মূল ইস্যু। তবে তিনি তার ভাষণে সিরিয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বলা থেকে বিরত থাকেন।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরব শীর্ষ সম্মেলন,সিরিয়া সংকট,ইসরাইলের আগ্রাসন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist