reporterঅনলাইন ডেস্ক
  ১১ এপ্রিল, ২০১৮

দক্ষিণ আমেরিকার কোকেন সম্রাট হোয়াইট হেড গ্রেফতার

পুলিশের চোখে ধুলো দিয়ে প্রায় ৩০ বছর ধরে পালিয়ে বেড়াতে সক্ষম হয়েছিল শুধু প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়ে। লুইস কার্লোস দা রোচা নামের এই ব্যক্তির ডাকনাম ছিল 'হোয়াইট হেড'।

ব্রাজিল পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি তাকে গ্রেফতার করা হয়েছে।। সে এমনি একজন অপরাধী যে বুদ্ধিমত্তা ও ছায়ার মধ্যে বসবাস করত।

দেশটির পুলিশ আরো জানায় , দক্ষিণ আমেরিকার কোকেনের যে বিশাল সাম্রাজ্য সেটির নিয়ন্ত্রণকারী বা গডফাদার ছিলেন এই ব্যক্তি। লুইস কার্লোস দা রোচা বিভিন্ন সময়ে প্লাস্টিক সার্জারির মাধ্যমে যেমন নিজের চেহারা বদল করেছেন, তেমনি একাধিক নাম রয়েছে তার। সর্বশেষ ভিটর লুইস নামে তার পরিচিতি ছিল। পুলিশ এখন নিশ্চিত করেছে এই দুই নাম একই ব্যক্তির।

ব্রাজিলের পুলিশ বলছে, বলিভিয়া, পেরু, কলাম্বিয়ায় সে কোকেইন উৎপাদন করত এবং সেটি ইউরোপের বিভিন্ন দেশে ও আমেরিকাতে পাঠাত। তার বিরুদ্ধে ভারী অস্ত্র তৈরি ও নানা প্রকার সহিংসতার অভিযোগ রয়েছে। প্রতি মাসে ৫ টনের মতো কোকেন উৎপাদন করত তার সংস্থা।

এর আগে তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তার ফলে লুইস কার্লোস দা রোচাকে ৫০ বছর জেলে কাটাতে হবে। তাকে ধরার জন্য অপারেশন স্পেকট্রাম নামে একটি অভিযান পর্যন্ত চালানো হয়েছে। সূত্র : বিবিসি

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাদক সম্রাট,দক্ষিণ আমেরিকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist