reporterঅনলাইন ডেস্ক
  ০২ এপ্রিল, ২০১৮

উইনি ম্যান্ডেলা আর নেই

বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রবাদপুরুষ দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট প্রয়াত নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী, সমাজকর্মী ও রাজনীতিবিদ উইনি ম্যান্ডেলা আর নেই। ৮১ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেছেন। আজ সোমবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উইনি ম্যান্ডেলার সহকারী। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। উইনিকে এ বছর কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ পরিবারের পক্ষ থেকে বলা হয়, আমরা গভীর দুঃখের সঙ্গে উইনি মাদিকিজেলা ম্যান্ডেলার মৃত্যুর খবর জানাচ্ছি। জোহানেসবার্গের নেটকেয়ার মিলপার্ক হাসপাতালে ২ এপ্রিল সোমবার বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উল্লেখ্য, ১৯৩৬ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন উইনি ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা ও উইনি ম্যান্ডেলা ৩৮ বছর সংসার করেন। এর ২৭ বছরই জেলে কাটিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। পরবর্তীতে রাজনৈতিক নানা বিতর্কে জড়িয়ে পড়েন ম্যান্ডেলার সাবেক এই স্ত্রী। ২০১৩ সালে ম্যান্ডেলার মৃত্যুর পর তার গ্রামের বাড়ির উত্তরাধিকারী হওয়ার বৈধতার জন্য মামলাও করেছিলেন উইনি। ওই মামলায় অবশ্য হারতে হয় তাকে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উইনি ম্যান্ডেলা,দক্ষিণ আফ্রিকা,নেলসন ম্যান্ডেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist