reporterঅনলাইন ডেস্ক
  ০১ এপ্রিল, ২০১৮

আসানসোলের ইমামকে রাহুলের কুর্নিশ

ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে রামনবমীর মিছিলে কিছু উগ্র হিন্দুত্ববাদী ব্যক্তি স্থানীয় মসজিদের ইমামের ১৬ বছরের ছেলেকে নির্মমভাবে হত্যা করে। এমন ঘটনার পর ক্ষেপে ওঠে সেখানকার সংখ্যালঘু মুসলমানরা। তবে ছেলের জানাজার সময় আবেগঘন এক বক্তৃতা দেন ইমাম মাওলানা ইমদাদুল রশিদি। সেখানে তিনি তার ছেলের হত্যার প্রতিশোধ নিতে নিষেধ করেন এবং দাঙ্গা না বাঁধানোর অনুরোধ করেন।

নিজের ছেলেকে হত্যার পরও সুনিশ্চিত দাঙ্গা রুখে দিয়ে ব্যাপক প্রশংসা পাচ্ছেন ইমদাদুল রশিদি। এ ঘটনায় ইমামকে স্যালুট জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।

ভারতের কংগ্রেস সভাপতি রাহুল বলেন, ইমাম রশিদির বার্তাই প্রমাণ করে, ভারতে ভালোবাসা চিরকালই ঘৃণাকে হারিয়ে দেবে।আসানসোলের গোষ্ঠী সংঘর্ষে ইমাম রশিদির সদ্য মাধ্যমিক দেয়া ছেলে সিবতুল্লা খুন হন। সেই ঘটনার পরে ইমাম রশিদি বলেন, ‘আমি শান্তি চাই। কেন ছেলের মৃত্যু, তা জানতে চাই না। আমি চাই না যে আর কারও পরিবার তার ছেলেকে হারাক। তোমরা যদি আমাকে ভালোবাসো, তা হলে কেউ আঙুলও তুলবে না।

ইমাম রশিদির সঙ্গে রাহুল কুর্নিশ জানিয়েছেন দিল্লির যশপাল সাক্সেনাকে। দিল্লির রঘুবীর নগরের বাসিন্দা যশপালের ২৩ বছরের ছেলে অঙ্কিত ফেব্রুয়ারি মাসে খুন হন। মুসলিম তরুণীকে অঙ্কিত বিয়ে করতে চেয়েছিলেন বলে পরিবারের লোকেরাই তাকে খুন করে।ওই ঘটনার পরেই যশপাল বলেছিলেন, ‘মুসলিমদের প্রতি আমার কোনো ঘৃণা নেই। কোনো ধর্ম নিয়েই আমার কোনো অভিযোগ নেই। আমার ছেলের খুনিরা মুসলমান মানেই সব মুসলমান খুনি নন।’

রাহুল গান্ধী এক টুইটে বলেন, ‘নিজের ছেলেদের হারিয়েও যশপাল সাক্সেনা এবং ইমাম রশিদির বার্তা প্রমাণ করে, ভারতে চিরকাল ভালোবাসাই হারিয়ে দেবে ঘৃণাকে।’

অন্যদিকে ইমাম মহোদয়কে ভারতরত্ন দেয়ার দাবি জানিয়েছেন ভারতীয় বাংলা গানের জনপ্রিয় গায়ক কবীর সুমন। গতকাল শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন দাবি করেন এই নন্দিত গায়ক। সূত্র : দৈনিক আনন্দবাজার পত্রিকা

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আসানসোল,ইমাম মাওলানা ইমদাদুল রশিদি,রাহুল গান্ধী,ভারত,পশ্চিমবঙ্গ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist