reporterঅনলাইন ডেস্ক
  ৩১ মার্চ, ২০১৮

তাজমহলে মাত্র ৩ ঘণ্টা ঘুরতে পারবেন পর্যটকরা!

ভারতের অন্যতম সেরা স্থাপনা ও বিশ্বের পর্যটকদের আকর্ষণ কেন্দ্র তাজমহলে ‘ভিড় এড়াতে’ অবস্থানের সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, তিন ঘণ্টার বেশি কোনো পর্যটক থাকতে পারবেন না এই ‘ভালোবাসার স্মৃতিসৌধে’।

তাজমহলের কর্তৃপক্ষ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই বৃহস্পতিবার এ সংক্রান্ত এক নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, নতুন সময়বিধি আগামীকাল ১ এপ্রিল রোববার থেকে কার্যকর হবে।

এএসআইর হিসাবমতে, সপ্তাহান্তে অর্থাৎ ছুটির দিনগুলোতে দৈনিক অর্ধ লাখেরও বেশি পর্যটক তাজমহলে ঘুরতে আসেন। এ সময় ব্যবস্থাপনায় হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। এএসআইর মুখপাত্র ডিএন দিমরি বলেন, কিছু কিছু সময় লোকজন পুরোটা দিন তাজমহলে কাটিয়ে দেয়। তাদের অবস্থানের সঙ্গে সঙ্গে নতুন করে অতিথি এলে মহলে ভিড় লেগে যায়। সেজন্য এই আইনটি করা হচ্ছে, যেন পর্যটকদের গমনাগমন নিয়ন্ত্রণ সহজ হয়। যেহেতু দিনে দিনে পর্যটক বাড়ছেই, সেহেতু কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তার নিশ্চয়তা বিধান করা আমাদের দায়িত্ব। যদিও তাজমহলে ভিড়ের কারণে কোনো দুর্ঘটনার নজির নেই।’

ভারতের পর্যটন প্রতিমন্ত্রী আলফনস কান্নাথ্ম বলেন, ‘ভারতের গর্ব’ এই স্মৃতিসৌধে বছরে অন্তত ৭০ লাখ পর্যটকের আগমন ঘটে। যেটা সরকারের রাজস্ব খাতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। এই সৌধের সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারের দায়িত্ব।

সংবাদমাধ্যম জানায়, ৩ ঘণ্টা অবস্থানের নতুন নিয়ম ভারতীয় বা বিদেশি সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। দর্শনার্থীদের সময়সীমা যাচাইয়ের জন্য নিয়োগ করা হচ্ছে অতিরিক্ত কর্মীও। তাজমহলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ স্মৃতিসৌধ প্রতিদিন খোলা হয় সূর্যোদয়ের ৩০ মিনিট আগে। আর বন্ধ হয় সূর্যাস্তের ৩০ মিনিট আগে। শুক্রবার বন্ধ থাকলেও যারা নামাজ পড়েন, কেবল তাদের জন্য খোলা হয় তাজমহলের ফটক।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তাজমহল,পর্যটক,ভালোবাসার স্মৃতিসৌধ,নতুন নিয়ম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist