reporterঅনলাইন ডেস্ক
  ৩০ মার্চ, ২০১৮

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

প্রায় এক মাসের ব্যবধানে আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউগিনি। এবার দেশটির নিউ ব্রিটেন দ্বীপে ৬.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এরআগে গত মাসের ২৬ তারিখে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল দেশটিতে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২৫ মিনিটে নিউ ব্রিটেন দ্বীপের রাবউল শহরের ১৬২ কিলোমিটার এলাকার ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে আঘাত হানে ভূমিকম্পটি। এর ফলে সৃষ্ট সুনামির ঢেউ উপকূলে আঘাত হানে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

নিউ ব্রিটেনের পূর্বাঞ্চলীয় রাবউল হোটেলের রিসেপশনিস্ট ডেলি মাইন্ডিং রয়টার্সকে জানায়, ভূমিকম্পের অনেক অতিথিই দৌঁড়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু ভূমিকম্পে হোটেলের বা আশাপাশের কোনোকিছুর ক্ষতি হয়নি।

উপকূলের রাপোপো প্লানটেশন রিসোর্টের রিসেপশনিস্ট মে ডোভোন বলেন, ভূমিকম্পের সময় সবকিছু নড়াচড়া করছিল। তখন আমরা সবাই ভবনের বাইরে চলে গিয়েছিলাম। তবে কোনোকিছুর ক্ষতি হয়নি। গত ২৬ ফেব্রুয়ারিতেও ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত করেছিলে দেশটিতে। শক্তিশালী ওই ভূমিকম্পে এঙ্গা প্রদেশে ১০০ জন নিহত হয়। এছাড়া ব্যাপক ভূমিধসে বেশ কয়েকটি গ্রাম তলিয়ে যায়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাপুয়া নিউগিনি,ভূমিকম্প
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist