reporterঅনলাইন ডেস্ক
  ২২ মার্চ, ২০১৮

থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৩৩

থাইল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৭ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৩জন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে। ছুটি কাটিয়ে বুধবার সন্ধ্যায় একটি ডাবল ডেকার বাসে করে ৫০ জন যাত্রী ফিরছিলেন।

নাখন রাচিশমা প্রদেশের ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড মিটিগেশন ডিপার্টমেন্ট এর প্রধান জানান, পাহাড়ি পথে বাস ড্রাইভার নিচে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি ট্রাফিক আইল্যান্ড ভেঙে বিশাল একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। দুর্ঘটনায় বাসটি দুইভাগে ভাগ হয়ে যায়।

স্থানীয় পুলিশ স্টেশনের লেফটেন্যান্ট কর্নেল পর্নপাত্তানা জানান, বাসটির ব্রেক ফেল করার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে আহত ৩৩ জনের মধ্যে ১০ জনই গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এর আগে ২০১৭ সালের নভেম্বরে থাইল্যান্ডে ১৩ জন মায়ানমারের নাগরিকের মৃত্যু হয় একটি বাস দুর্ঘটনায়। ওই দুর্ঘটনায় একটি ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়ে বাসটিতে আগুন ধরে গিয়েছিল। সুত্র : খালিজ টাইমস, এএফপি

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
থাইল্যান্ডে,বাস দুর্ঘটনা,যাত্রী নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist