reporterঅনলাইন ডেস্ক
  ২০ মার্চ, ২০১৮

মালিতে ফের জাতিগত সহিংসতায় নিহত ৮

পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চল এলাকায় জাতিগত সহিংসতায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। বিশৃঙ্খলাপূর্ণ এ মরুভূমি অঞ্চলে এটি হচ্ছে সহিংসতা ছড়িয়ে পড়ার সর্বশেষ ঘটনা। স্থানীয় এক কর্মকর্তা জানান, জাতিগত এ সহিংসতায় কমপক্ষে ৮জন নিহত হয়েছেন। থবর এএফপি

মালির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, সাম্প্রদায়িক দাঙ্গার কারণে রোববার বুরকিনা ফাসোর সীমান্তবর্তী কোরো এলাকার সেবারি গ্রাম জ্বালিয়ে দেয়া হয়। এতে সবকিছু পুড়ে গেছে। ফুলানি ও দোগোন সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আস্থার সংকটকে কেন্দ্র করে এ সহিংসতা হয়।

প্রধানমন্ত্রী সুমেলু বুবেয়ি মাইগার দপ্তর থেকে এএফপিকে জানানো হয়, এ দুই সম্প্রদায়ের লোকজনকে আশ্বস্ত ও সংঘাত নিরসনের প্রস্তাব দিতে প্রধানমন্ত্রী এ সপ্তাহে কোরো শহর সফর করবেন।

এদিকে চলতি মাসের শুরু থেকে ফুলানি ও দোগোন সম্প্রদায়ের মধ্যে কয়েক দফা সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৮ ফেব্রুয়ারি মালিতে মাইন বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত বাংলাদেশের ৪ সেনা সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মালি,জাতিগত সহিংসতা,নিহত,আফ্রিকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist