reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মার্চ, ২০১৮

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

শ্রীলঙ্কায় সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়া রোধ করতে দেশজুড়ে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। রোববার সে দেশের প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জরুরি অবস্থা প্রত্যাহারের এ ঘোষণা দিয়েছেন।

নিজের টুইটার ফিডে সিরিসেনা বলেন, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনার পর শনিবার মধ্যরাত থেকে আমি জরুরি অবস্থা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছি। এরআগে ক্যান্ডিতে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনার পর গত ৬ মার্চ দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন প্রেসিডেন্ট সিরিসেনা।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই দাঙ্গায় দুজন নিহত এবং মুসলিম মালিকানাধীন শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও বেশকিছু মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। কট্টরপন্থি বৌদ্ধ গোষ্ঠীগুলোর বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরজুড়েই এই দুই সম্প্রদায়ের মধ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জরুরি অবস্থা,শ্রীলঙ্কা,সাম্প্রদায়িক দাঙ্গা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist