reporterঅনলাইন ডেস্ক
  ১১ মার্চ, ২০১৮

আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ২৪ সেনা

আফগানিস্তানে তালেবানদের হামলায় আবারও সেনা সদস্যদের নিহত হওয়ার ঘটনা ঘটলো। দেশটির পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ২৪ সদস্য নিহত হয়েছেন। বালা বুলুক জেলায় হামলার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছিলেন সেনারা। ঠিক সে সময়ই হামলা চালায় জঙ্গিরা। খবর বিবিসি।

জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনীও তাদের পাল্টা আক্রমণ করে। দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়। ইরান সীমান্তের কাছে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশ আফিম চাষের কেন্দ্রে পরিণত হয়েছে। বালা প্রদেশে গত দু’সপ্তাহে এ নিয়ে একই ধরণের পৃথক হামলার ঘটনা ঘটেছে। এর আগেও ওই প্রদেশের একটি সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় প্রাদেশিক কাউন্সিলের প্রধান ফরিদ বাখতাওয়ার জানিয়েছেন, আফগান নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ২৫ জঙ্গি নিহত হয়েছে। তালেবানের এক মুখপাত্র সামাজিক মাধ্যমে দাবি করেছেন, জঙ্গিদের হামলায় ৫৩ সেনা সদস্য হতাহত হয়েছেন।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, সাম্প্রতিক হামলায় বিশেষ বাহিনীর চার সদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আফগানিস্তান,তালেবান হামলা,সেনা নিহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist