reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মার্চ, ২০১৮

ভেঙে পড়ে লেনিন

দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার কলেজ স্কোয়ারে লেনিনের মূর্তিটি পেলোডার দিয়ে ভেঙে ফেলা হয়

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্ক্সিস্ট) শোচনীয় পরাজয়ের পর দলটির নেতাকর্মীরা বিজয়ী বিজেপির আক্রমণের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এবার খবর মিললো বামদের আদর্শিক নেতা ভ্লাদিমির লেনিনের মূর্তিও বিজেপির আক্রোশের শিকার হয়েছে।

সোমবার (৫ মার্চ) দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার কলেজ স্কোয়ারে লেনিনের মূর্তিটি পেলোডার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। ফাইবার গ্লাসে তৈরি মূর্তিটি কয়েক মাস আগেই উন্মোচন করেছিলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য প্রকাশ করাত।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, পেলোডার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে লেনিনের মূর্তি। সেসময় আশপাশে স্লোগান দিচ্ছিলেন বিজেপি কর্মীরা। সিপিএমের অভিযোগ, পেলোডার চালককে মাতাল বানিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন বিজেপি কর্মীরা।

ওই চালককে পুলিশ গ্রেফতার করলেও ঘটনার পর সিপিএম টুইট করে প্রশ্ন ছুড়েছে, এই গণতন্ত্রের কথাই কি বড়াই করে বলেন প্রধানমন্ত্রী (বিজেপি নেতা) নরেন্দ্র মোদি।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে জয়ের পরই সরকার গড়তে চলা বিজেপি জানিয়ে দিয়েছে, আগরতলা ও সংলগ্ন এলাকায় সাম্যবাদের প্রবর্তক কার্ল মার্ক্স ও লেনিনের নামে যেসব রাস্তা রয়েছে, সেসবের নাম বদলে দেশের স্বাধীনতাগ্রামীদের নামে রাখা হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ত্রিপুরা,কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া,লেনিনের মূর্তি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist