reporterঅনলাইন ডেস্ক
  ০৩ মার্চ, ২০১৮

ত্রিপুরায় বাম দুর্গের পতন

ত্রিপুরায় অবশেষে দীর্ঘ ২৫ বছরের ক্ষমতা হারানোর অপেক্ষায় এখন বামফ্রন্ট, এবার শুরু হবে বিজেপির শাসন। রাজ্যটিতে বাম দুর্গের পতন ঘটে এখন থেকে বিজেপির শাসন শুরু হওয়ার অপেক্ষায়।

ত্রিপুরা বিধানসভায় রয়েছে মোট ৬০টি আসন। এরমধ্যে আজ শনিবার ভোট গণনা শেষে এলো ঐতিহাসিক ফলাফল। প্রাথমিকভাবে ঘোষিত ফলাফলে ৪৩টি আসন পেয়েছে বিজেপি, আর বামফ্রন্ট পেল মাত্র ১৬টি আসন। শূন্য আসনে কংগ্রেস।

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার নির্বাচনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পাটি (বিজেপি)। হিন্দুত্ববাদী দলটির ত্রিপুরায় আগে শক্ত কোনো অবস্থান না থাকলেও চলমান নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে গেছে তারা। ৬০টি আসনের মধ্যে ৫৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত হয়েছে। সেটিতে পরে নির্বাচন হবে।

এদিকে শনিবার আগরতলার উমাকান্ত অ্যাকাডেমিতে ভোটগণনা শুরুর আগেই বুথফেরত জরিপগুলো বিজেপির জয়ের আভাস দিচ্ছিল। দুপুরে টাইমস অব ইন্ডিয়া ৫৯ আসনের অধিকাংশটিতে বিজেপির জয়ের আভাস দিয়েছে। বিজেপি জিতছে ৪২টি আসনে, অন্যদিকে বাম ফ্রন্ট জিতছে ১৬টি আসন। এই রাজ্যে সরকার গঠনে প্রয়োজন ৩১টি আসন; ফলে কেন্দ্রের শাসক বিজেপি এই রাজ্যটিও শাসন ক্ষমতায় নিতে যাচ্ছে।

এর আগে ২০১১ সালে পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনে অবসান ঘটে দীর্ঘ বাম শাসনের। কিন্তু ত্রিপুরায় মানিক সরকারের নেতৃত্বে বাম ঘাঁটি সুরক্ষিত ছিল। এবার তাতেই হানা দিল বিজেপি। ত্রিপুরায় ধর্মভিত্তিক এই দলটির উত্থানে শংকাও প্রকাশ করছেন বাম রাজনীতির বিশ্লেষকগণ।

ত্রিপুরায় বাম ফ্রন্ট প্রথম ক্ষমতায় আসে ১৯৭৭ সালে। ১৯৮৩ সালের নির্বাচনেও জয় ধরে রেখেছিল তারা। ১৯৮৮ সালে কংগ্রেস-টিইউজেএস জোটের কাছে হারলেও পরের ভোটেই (১৯৯৩ সালে) ক্ষমতা পুনরুদ্ধার করে বাম ফ্রন্ট। তারপর টানা চার বার ক্ষমতায় মানিক সরকার। গতবারও জিতেছিল ৬০টির মধ্যে ৫০টি আসন।

টানা ৩৪ বছর শাসনের পর ২০১১ পশ্চিমবঙ্গে বাম শাসনের অবসান ঘটলেও মানিকের নেতৃত্বে ত্রিপুরায় দুর্গ আগলে রাখছিল তারা। এখন তাও হারাতে হচ্ছে। হিন্দুত্ববাদী দল বিজেপি এর আগে কখনও ত্রিপুরায় কোনো আসন না জিতলেও এবার তারা জয়ের পথে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ত্রিপুরা,বিজেপি,বামফ্রন্ট,ত্রিপুরা নির্বাচন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist