reporterঅনলাইন ডেস্ক
  ০২ মার্চ, ২০১৮

মেক্সিকোতে মার্কিন রাষ্ট্রদূত জ্যাকবসনের পদত্যাগ

মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্টা জ্যাকবসন মে মাসের মধ্যে দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার তিনি পদত্যাগের কথা জানান। গত বছর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদ ছেড়ে দেওয়ার যে হিড়িক চলছে, জ্যাকবসন তাতে সামিল হলেন।তিনি এমন একসময়ে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট উত্তর আমেরিকার দেশগুলোর সঙ্গে করা মুক্ত বাণিজ্য চুক্তি (নাফটা) বাতিল ও সীমান্তে দেয়াল নির্মাণের খরচ মেক্সিকো থেকে আদায়ের ধারাবাহিক হুমকি দিয়ে যাচ্ছেন।

টুইটারে দেওয়া বিবৃতিতে জ্যাকবসন বলেন, ৩১ বছর যুক্তরাষ্ট্রের সরকারের হয়ে কাজ করার পর মে-র শুরুতে নতুন সম্ভাবনার খোঁজে দায়িত্ব ছাড়ছি। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোরে মধ্যে দৃঢ় ও গুরুত্বপূর্ণ সম্পর্কের কথা জেনেই দায়িত্ব ছাড়ছি। একসাথে আমরা অনেক শক্তিশালী। তার পদে কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সে কথা জানেন না বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রদূতের পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে মেক্সিকোর মার্কিন দূতাবাস জ্যাকবসনের টুইটার অ্যাকাউন্টে দেওয়া বিবৃতির কথা উল্লেখ করে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রবার্টা জ্যাকবসন,মার্কিন রাষ্ট্রদূত,পদত্যাগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist