reporterঅনলাইন ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

সিরিয়ায় অস্ত্রবিরতি প্রস্তাব : ভোট হবে নিরাপত্তা পরিষদে

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিউইয়র্কের স্থানীয় সময় আজ শনিবার দুপুরে সিরিয়ায় অস্ত্রবিরতি পালনের খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার রুদ্ধদ্বার বৈঠকের পর নিরাপত্তা পরিষদের সদস্যরা সাংবাদিকদের একথা বলেন। জাতিসংঘে নিযুক্ত সুইডেনের স্থায়ী প্রতিনিধি ওলফ স্কুগ জানান, শনিবার দুপুরে এ প্রস্তাবের বিষয়ে ভোটাভুটি হবে। নিরাপত্তা পরিষদের সদস্যরা শুক্রবার নথি চূড়ান্ত করার চেষ্টা করলেও তারা বিতর্কিত সকল ইস্যু মোকাবেলায় ব্যর্থ হয়েছেন। তারা সরারাত ধরে কাজ করবেন এবং পরদিনও তা অব্যাহত রাখবেন। জাতিসংঘে নিযুক্ত কুয়েতের স্থায়ী প্রতিনিধি মনসুর আয়াদ আল-ওতাইবি সাংবাদিকদের বলেন, খসড়া প্রস্তাবের বিভিন্ন বিষয় নিয়ে অনৈক্য থাকলেও অস্ত্রবিরতি পালনের ব্যাপারে সবাই একমত হয়েছেন। সিরিয়ায় ৩০ দিনের অস্ত্রবিরতি পালনে প্রয়োজনীয় বিষয় অন্তর্ভূক্ত করে কুয়েত ও সুইডেন এ খসড়া প্রস্তাব তৈরি করেছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরিয়া,অস্ত্রবিরতি,নিরাপত্তা পরিষদ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist