reporterঅনলাইন ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি, ২০১৮

মোদির কাছে যাত্রাবিরতি ফি দাবি পাকিস্তানের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাহোরে যাত্রাবিরতি করায় রুট নেভিগেশন চার্জ বাবদ তার কাছে দুই লাখ ৮৬ হাজার রুপি দাবি করেছে পাকিস্তান। রাশিয়া, আফগানিস্তান, ইরান ও কাতার যাওয়ার পথে লাহোরে যাত্রাবিরতি করেছিলেন মোদি।

জানা গেছে, ২০১৬ সালের জুন পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীর বিমানে করে নেপাল, ভুটান, বাংলাদেশ, আফগানিস্তান, কাতার, অস্ট্রেলিয়া, পাকিস্তান, রাশিয়া, ইরান, ফিজি ও সিঙ্গাপুর সফর করেন মোদি।

২০১৫ সালের ২৫ ডিসেম্বর এমন এক সফরের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অনুরোধে অল্প সময়ের জন্য লাহোরে যাত্রাবিরতি করেন মোদি। তখন তিনি রাশিয়া ও আফগানিস্তান সফর শেষ করে দেশে ফিরছিলেন।নওয়াজ শরিফ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে হেলিকপ্টারে করে নিয়ে যান শরিফের রাওয়ালপিন্ডির বাসভবনে, যেখানে তার জন্মদিনের অনুষ্ঠান চলছিল।

কিন্তু বিমানের যাত্রাপথ পরিবর্তনের জন্য পাকিস্তান এক লাখ ৪৯ হাজার রুপির বিল ধরিয়ে দেয় ভারতীয় হাইকমিশনকে। এছাড়া ২০১৬ সালের ২২-২৩ মে ইরান যাওয়ার পথে যাত্রাপথ বদলের জন্য ৭৭ হাজার ২১৫ রুপি, ওই বছরের ৪ থেকে ৬ জুন কাতার যাওয়ার সময় একই কারণে ৫৯ হাজার ২১৫ রুপির বিল দিয়েছে পাকিস্তান সরকার। খবর, টাইমস অব ইন্ডিয়া

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,ভারত,নরেন্দ্র মোদি,যাত্রাবিরতি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist