reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি, ২০১৮

মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ

১৩ রুশ নাগরিক ও তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের কারণ দেখিয়ে ১৩জন রুশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। মার্কিন নির্বাচনে রুশ আঁতাতের তদন্তের দায়িত্ব থাকা স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার ১৩ জন রুশ নাগরিকের বিরুদ্ধে এই অভিযোগ গঠনের কথা জানান। তিনি বলেন, এর মধ্যে তিন রুশ প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরাও আছেন।

তাঁদের মধ্যে তিনজনের বিরুদ্ধে তথ্য জালিয়াতি এবং পাঁচজনের বিরুদ্ধে পরিচয় গোপন করে রাশিয়ায় তথ্য সরবরাহের অভিযোগ তোলা হয়েছে। এছাড়া তিন প্রতিষ্ঠানের মধ্যে সেন্ট পিটার্সবার্গভিত্তিক ইন্টারনেট রিসার্চ এজেন্সি আছে।

এদিকে রবার্ট মুলার মুলার জানান, অভিযোগ ওঠা ব্যক্তিদের মধ্যে কয়েকজন নিজেদের রুশ নাগরিকত্বের পরিচয় লুকিয়ে যুক্তরাষ্ট্রের কম্পিউটারব্যবস্থায় ঢুকে তথ্য হাতিয়ে নেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রসেনস্টেইন বলেন, কোনো মার্কিন নাগরিক এই জালিয়াতির ঘটনায় জেনেবুঝে জড়িয়েছেন—এমন প্রমাণ তারা এখনো পাননি।

এর আগে ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার দাবিকে সন্দেহের দৃষ্টিতে দেখার কথা বলে আসছিলেন ট্রাম্প। এ নিয়ে কংগ্রেস ও বিচার বিভাগের তদন্তকেও বারবার একহাত নিয়েছিলেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অন্যান্য কর্মকর্তারা সবসময়ই মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছেন।

তবে রয়টার্স বলছে, মুলারের অভিযোগপত্রে রাশিয়ান নাগরিক ও কোম্পানিগুলোর নাম এলেও এদের সঙ্গে মস্কোর সরাসরি সংযোগের কোনো তথ্য পাওয়া যায়নি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মার্কিন নির্বাচন,রাশিয়া,রুশ নাগরিক,এফবিআই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist