reporterঅনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি, ২০১৮

আসমা জাহাঙ্গীর আর নেই

১৯৭১ সালে নিজেদের জীবনকে হুমকির মধ্যে ঠেলে দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষ নেয়া একটি পরিবারের সন্তান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, পাকিস্তানের মানবাধিকারকর্মী আইনজীবী আসমা জাহাঙ্গীর মারা গেছেন। আজ রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার পর তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে আজ পাকিস্তানি গণমামাধ্যম এই খবর প্রকাশ করেছে। এর আগে তার বাবা মালিক গোলাম জিলানীকে দেয়া সম্মাননা নিতে ঢাকায় এসেছিলেন তিনি। মানবাধিকার আন্দোলনের এই নেত্রী বাংলাদেশেও পরিচিত মুখ। প্রসঙ্গত স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে দাঁড়ানো ৬৯ জন বিদেশি বন্ধুকে ২০১৩ সালে সম্মাননা দেওয়া হয়। তার মধ্যে যে ১৩ জন পাকিস্তানি ছিলেন আসমার বাবাও ছিলেন তাদের একজন। জানা যায়, নিজের এবং পরিবারের সবার জীবনকে হুমকির মধ্যে ঠেলে দিয়ে মুক্তিযুদ্ধকালে নির্যাতিত বাঙালির পক্ষে যেসব পাকিস্তানি দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন তার বাবা মালিক গোলাম জিলানী। ১৯৭১ সালে তিনি ছিলেন পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের সহসভাপতি। ২৫ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পর তার মুক্তি দাবিতে জেনারেল ইয়াহিয়াকে খোলা চিঠি লেখেন তিনি। এর জন্য কারাবরণও করতে হয় তাকে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আসমা জাহাঙ্গী,বাংলাদেশের অকৃত্রিম বন্ধু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist