reporterঅনলাইন ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি, ২০১৮

বাংলাদেশি হত্যায় ব্রিটিশ নাগরিকের ৪৩ বছরের সাজা

উত্তর লন্ডনে মুসল্লিদের ভিড়ে গাড়ি উঠিয়ে বাংলাদেশিকে হত্যায় এক ব্রিটিশ নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ড্যারেন ওসবোর্ন (৪৮) নামের কার্ডিফের ওই বাসিন্দাকে ন্যূনতম ৪৩ বছর কারাগারে কাটাতে হবে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

শুক্রবার রায় ঘোষণার সময় বিচারক চিমা ক্রুব বলেন, ওসবোর্ন ‘আত্মঘাতী মিশনের’ পরিকল্পনা করেছিলেন এবং আশা করেছিলেন তাকে গুলি করে হত্যা করা হবে।

‘এটা একটা সন্ত্রাসী হামলা ছিল-তুমি হত্যা করতে চেয়েছিলে,’ তাকে বলেন বিচারক।

হত্যা ও হত্যাচেষ্টায় দোষী সাব্যস্ত চার সন্তানের জনক ওসবোর্ন রায় শুনে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেন, ‘ঈশ্বর তোমাদের সবার মঙ্গল করুন, ধন্যবাদ।’

নয় দিন শুনানি নিয়ে বৃহস্পতিবার ওসবোর্নকে দোষী সাব্যস্ত করে উলউইচ ক্রাউন কোর্ট।

গত বছর ১৯ জুন লন্ডনের সেভেন সিস্টার্স সড়কের ফিন্সবুরি পার্ক মসজিদের কাছে মুসল্লিদের ভিড়ে গাড়ি (ভ্যান) উঠিয়ে দেন ওসবোর্ন। তারাবির নামাজ পড়ে রাত সাড়ে ১২টার দিকে মুসল্লিরা বেরোনোর পর ওই গাড়ি হামলায় মকরম আলী (৫১) নামে এক বাংলাদেশি নিহত হন। আহত হয়েছিলেন আরও ১২জন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রিটিশ নাগরিকের ৪৩ বছরের সাজা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist