reporterঅনলাইন ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি, ২০১৮

জাপানে বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১১

দমকল কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন

জাপানে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাতে হোক্কায়ডো প্রদেশের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সাপ্পোরো সিটিতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত আরও ৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাঠের তৈরি তিনতলা ওই বৃদ্ধাশ্রমটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন জাপানের কর্ম ও গৃহহীন বৃদ্ধদের জন্য এই আশ্রয়কেন্দ্রটি তৈরি করে দেয়। সেখানে পঞ্চাশোর্ধ্ব ১৬ জন বৃদ্ধ বসবাস করতেন।

এই ১৬ জনের মধ্যে ১১ জনকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা দেয়া হয়। আহত বাকি পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হলেও তাদের জীবন সংকটাপন্ন নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে পুলিশ তা বলতে পারেনি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অগ্নিকাণ্ড,বৃদ্ধাশ্রম,জাপান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist