reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি, ২০১৮

আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে সন্ত্রাসী হামলা

১১ জন আহত, সংকট এখনও কাটেনি

আফগানিস্তানের জালালাবাদে আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। বুধবার সকালে কার্যালয়ের সামনে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে।এরপর একাধিক বন্দুকধারী কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কার্যালয়টিতে সংকট এখনও কাটেনি।

এরইমধ্যে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। খবর বিবিসি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় প্রায় ৯টা ১০ মিনিটের দিকে সেভ দ্য চিলড্রেনের কম্পাউন্ডের প্রবেশপথে এক আত্মঘাতী হামলাকারী গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এর পর সশস্ত্র ব্যক্তিদের একটি দল কম্পাউন্ডটিতে প্রবেশ করে। এ পর্যন্ত আহত ১১ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

হামলার পর কার্যালয়ের কাছে অবস্থিত স্কুলের শিশুদের আতঙ্কে ছোটাছুটি করতে দেখা গেছে। হামলার পেছনে কারা রয়েছে তা এখনও পরিষ্কার নয়, তবে অঞ্চলটিতে জঙ্গি সংগঠন তালেবান বেশ সক্রিয়। এর আগেও সংগঠনটি একাধিক হামলা চালিয়েছে।

আফগানিস্তানের কাবুলে একটি বিলাসবহুল হোটেলে তালেবান জঙ্গিরা হামলা চালানোর একদিন পরই বিদেশি সংস্থাটি আক্রমণের শিকার হলো। কাবুলে অবস্থিত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জঙ্গিদের ওই হামলায় অন্তত ২২ জন নিহত হন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আফগানিস্তান,হামলা,সেভ দ্য চিলড্রেন,সন্ত্রাসী হামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist