reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০১৮

ভয়ানক মানসিক সমস্যায় রয়েছেন ট্রাম্প!

সাংবাদিক মাইকেল উলফের লেখা ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ নামের বইটি যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুনভাবে সবার কাছে পরিচয় করে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সমস্যা নিয়ে বিতর্কের বিষয়টি নতুন নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শুরু থেকে ট্রাম্পের বিভিন্ন বক্তব্যকে ঘিরে এবার মনোরোগের বিষয়টি সামনে উঠে এসেছে। উলফ লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের ভয়ানক মানসিক সমস্যা রয়েছে। প্রতি ১০ মিনিটে একই কথা অন্তত তিনবার বলেন ট্রাম্প। এরপরেই পুরনো বিতর্ক নতুন করে উঠে এসেছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের মানসিক সমস্যার বিষয়টি অস্বীকার করেছে হোয়াইট হাউজ। এ অভিযোগকে লজ্জাজনক ও হাস্যকর বলে মন্তব্য করেছে তারা। হোয়াইট হাউজের চিকিৎসক রনি জ্যাকসন বলেন, প্রেসিডেন্টের স্বাস্থ্য অত্যন্ত চমৎকার রয়েছে। শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের শারিরীক ফিটনেস পরীক্ষা করা হয়। তবে, পরীক্ষায় ট্রাম্পের মানসিক সুস্থ্যতার বিষয়টি রাখা হয়নি। এদিকে জ্যাকসনকে প্রেরিত এক চিঠিতে কয়েকজন চিকিৎসক ট্রাম্পের মানসিকস্বাস্থ্য পরীক্ষার আহবান জানিয়েছেন।

অন্যদিকে হোয়াইট হাউজ এবং ডোনাল্ড ট্রাম্প বইটিকে আবর্জনার সঙ্গে তুলনা করেছেন। বইটি বিক্রিতে কড়াকড়ি আরোপ করলেও বাজারে আসার পর পর তা শেষ হয়ে যায়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বইয়ের তালিকায় বেস্টসেলার হয় এটি।

সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ফায়ার অ্যান্ড ফিউরি’র লেখক মাইকেল উলফ দাবী করেন, 'হোয়াইট হাউজের দায়িত্ব পালনে সক্ষম নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের আশপাশের সবাই এমনটাই বিশ্বাস করেন।'

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রাম্প,মানসিক সমস্যা,মাইকেল উলফ,ফায়ার অ্যান্ড ফিউরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist