reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০১৮

আগুন আতঙ্ক

পর্তুগালে পদদলিত হয়ে নিহত ৮

পর্তুগালের উত্তরাঞ্চলীয় ভিলা নোভা দা রিনহা শহরে পদদলিত হয়ে কমপক্ষে ৮ জনের প্রাণহানি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

টেলিভিশনে দেয়া এক ভাষণে মেয়র জোস অ্যান্তোনিও ডি জেসুস বলেছেন, স্থানীয় একটি কার্ড টুর্নামেন্টের খেলা দেখতে প্রায় ৬০ জন দর্শনার্থী একটি দ্বিতল ভবনের চারপাশে জড়ো হন। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় দর্শনার্থীদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৮ জনের প্রাণহানি হয়।

রাজধানী লিসবন থেকে ২৬০ কিলোমিটার উত্তর-পূর্বে পদদলিতের ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। মেয়র জোস অ্যান্তোনিও প্রাথমিক অগ্নিকাণ্ডের কারণ না জানাতে পারলেও স্থানীয় সংবাদমাধ্যম বয়লায় বিস্ফোরণকে কারণ হিসেবে উল্লেখ করেছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পদদলিত হয়ে মৃত্যু,পর্তুগাল,আগুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist