reporterঅনলাইন ডেস্ক
  ১০ জানুয়ারি, ২০১৮

ভূমধ্যসাগরে ১শ শরণার্থী নিখোঁজ

ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে নৌকাডুবিতে ৯০ থেকে ১শ শরণার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার রাতে দেশটির নৌবাহিনী এ কথা জানিয়েছে।

নৌবাহিনীর মুখপাত্র আয়ুব কাসেম বলেন, নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে শতাধিক আরোহী ছিল। উদ্ধারকর্মীরা কয়েকজন নারীসহ মাত্র ১৭ জনকে রক্ষা করতে পেরেছে। নৌকাডুবির কয়েক ঘণ্টা পর সাহায্যকারীরা ঘটনাস্থলে পৌঁছে। কাসেম আরও বলেন, খোম নগরীর অদূরে নৌকাটি ডুবে যায়। নগরীটি লিবিয়ার রাজধানী থেকে প্রায় ১শ কিলোমিটার পূর্বে অবস্থিত।

লিবীয় নৌবাহিনী জানায়, অপর ঘটনায় ত্রিপলির পশ্চিমে অবস্থিত জাউইয়ার অদূর থেকে ২৬৭ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এরা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। উদ্ধারকৃতদের মধ্যে নারী ও ১৭ শিশু রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলেও জানান কাসেম।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভূমধ্যসাগর,লিবীয় উপকূল,শরণার্থী,নৌকাডুবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist