reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জানুয়ারি, ২০১৮

বৈঠকে পারিবারিক পুনর্মিলনের প্রস্তাব

দক্ষিণ কোরিয়া মঙ্গলবার উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনাকালে আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে দুই কোরিয়ার মধ্যে পারিবারিক পুনর্মিলনের প্রস্তাব দিয়েছে। দুই বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো বিবদমান দেশ দুটির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৫০-৫৩ সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের সময় অনেক পরিবারের সদস্য পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর এটা দুই দেশের মধ্যে সংঘাতের অন্যতম প্রধান আবেগ ইস্যু।

দক্ষিণ কোরিয়ার উপ-একত্রীকরণমন্ত্রী চাং হায়ে সাং সাংবাদিকদের বলেন, দক্ষিণ কোরিয়া নতুন চাঁন্দ্রবর্ষে পারিবারিক পুনর্মিলন আয়োজনের আহ্বান জানিয়েছে। সময়টি পিয়েওঙ্গচাং গেমসের মাঝামাঝিতে পড়ে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দক্ষিণ কোরিয়া,উত্তর কোরিয়া,অলিম্পিক,পারিবারিক পুনর্মিলন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist