reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জানুয়ারি, ২০১৮

মেক্সিকোয় ২ দিনে নিহত ৩০

মেক্সিকোর চিচুয়াহুয়া রাজ্যে দুই দিনে মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে ৩০ জন নিহত হয়েছে। রোববার প্রসিকিউটর অফিসের এক মুখপাত্র এ কথা জানান। উত্তরাঞ্চলীয় রাজ্যটিতে বৃহস্পতি ও শুক্রবারের সহিংসতায় ৩০ জন প্রাণ হারায়। শনিবার গুরুতর আহত অপর একজন মারা যায়। রাজ্যটি যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত।

স্থানীয় প্রসিকিউটর অফিসের মুখপাত্র কার্লোস হুয়ার্টা বলেন, বিবদমান মাদকচক্র জুয়ারেজ ও সিনালোয়া কার্টেলসের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, ২২টি হত্যাকাণ্ড সিউদাদ জুয়ারেজে, সাতটি রাজ্যের রাজধানী চিচুয়াহুয়া ও দুটি বোকোইনাতে ঘটে। নিহতদের মধ্যে চার নারী রয়েছে। এছাড়াও ১৪, ১৫ ও ১৭ বছর বয়সী তিন কিশোরও এই সংঘর্ষে প্রাণ হারায়। শনিবার ওই এলাকায় ২৫০ জনের বেশি ফেডারেল পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাদক,মেক্সিকো,চিচুয়াহুয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist