reporterঅনলাইন ডেস্ক
  ০১ জানুয়ারি, ২০১৮

কোস্টারিকায় বিমান বিধ্বস্ত হয়ে ১২জন নিহত

কোস্টারিকার পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকতের নিকটে পার্বত্য এলাকায় একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১২জনের প্রাণহানি ঘটেছে।বিমানটির ১০জন আরোহী মার্কিন নাগরিক এবং পর্যটক ছিলেন। বাকি দু’জন কোস্টারিকান নাগরিক এবং বিমানটির পাইলট ও কো-পাইলট। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য রয়েছেন। খবর: এএফপি ও বিবিসি।

যাত্রীবাহী বিমানটি রাজধানী সান জোসে থেকে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় রওনা দিয়ে পুটনা ইসলিতা রিসোর্টে যাওয়ার পথে গোয়ানাকাস্তে প্রদেশের বেজুকোর পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। ফলে সব আরোহী পুড়ে ছাই হয়ে গেছেন।

এক বিবৃতিতে কোস্টারিকার প্রেসিডেন্ট লুইস গুইলার্মো সলিস নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া দেশটির সাবেক প্রেসিডেন্ট লরা চিনচিলা টুইট করে জানিয়েছেন, নিহত পাইলটদের মধ্যে জুয়ান ম্যানুয়েল রেটেনা তার চাচোতো ভাই।

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র কার্লোস হিদালগো দুর্ঘটনাকবলিত বিমানের ছবি দিয়ে তার ফেসবুকে লিখেছেন, ব্যক্তিগত বিমানটিতে ১০ জন যাত্রী ও দু’জন পাইলট ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোস্টারিকা,বিমান বিধ্বস্ত,নিহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist