আদিল মাহমুদ

  ১৯ এপ্রিল, ২০২০

ডাক্তার ও নার্স

মৃত্যু যখন এগিয়ে আসে

অনেকেই দেখতে পাশে

লক্ষণ যদি করোনা বলে

পালিয়ে যায় ছলে বলে।

পালাতেতো সবাই জানে

পাশে থাকে কয় জনে

মহামারিতে যদি সাহায্য চাও

ডাক্তার নার্সদের বাঁচিয়ে নাও।

মনে হবে সবাই পাশে

করোনার পাশে থাকে কয় জনে!

ভাইরাস মানুষের শত্রু ভাই

ডাক্তার নার্সদের বিকল্প নাই।

বিশ্ব আজ বিপদগ্রস্থ

মানবজাতি অতি ক্ষুধার্ত

বাঁচতে যদি সত্যি চাও

ডাক্তার নার্সদের জড়িয়ে নাও।

ভেকসিন যদি তৈরি না-ই হয়

নিজেরাই ভেকসিন হও

সামাজিক দূরত্ব বজায় রাখো

সরকারি আদেশ পালন করো।

বিশ্ব বিবেককে প্রশ্ন রেখে

অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করো

মানবজাতির চিন্তা করে

চিকিৎসা শাস্ত্রের উন্নতি করো।

লেখক : ওসি (তদন্ত) পরশুরাম, ফেনী [email protected]

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নার্স,ডাক্তার,কবিতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close