জোবায়ের মিলন

  ০৩ এপ্রিল, ২০২০

পোস্টমর্টেম বা ভালোবাসা না-জানা সভ্যতা

ভালোবাসা ছুরি দিয়া কাটছি

তারপর ছিটায় দিছি চালে কাউয়্যা আইসা ঠোঁকরাইয়া খাইছে...

ভালোবাসা কারে কও

বালিশ, বিছানা, চাদর, মশারি ইত্যাদি?

‘কুকুর দিবস’ অথবা ‘ডগস্ ডে’ কারে কয় জানো

ইতিহাসটা জানা দরকার—

না জাইনা এইটা পড়লে বুঝবা না

তবু একটু বলি—

বনিব কুকুরটারে স্টেশনে রাইখা রোজ ট্রেনে চড়ে

অফিসে যায়, কুকুরা স্টেশন থিকা বাসায় ফেরে

বনিবের ফেরার সময় হইলে স্টেশন থিকা আগায় নেয়

একদিন বনিব আর ফেরে না, অফিসে

হার্টফেইল কইরা মইরা গেছে

কুকুরটার অপেক্ষা ফুরায় না...

দশ বছর ফিরতি ট্রেনের দিকে

চাইয়া থাকতে থাকতে বয়সের ভারে কুকুরটা একদিন

নিজেও মইরা যায়।

একটা মিসডকল্, মাঝ রাইতে কথা

কয়েকবার রুমে আসা, যাওয়া—

আদিম আনন্দ, এই! এই উত্তরাধুনিক ভালোবাসা?

ভালোবাসা ছুরি দিয়া কাটছি

তারপর ছিটায় দিছি চালে

কাউয়্যা আইসা ঠোঁকরাইয়া খাইছে...

লেখক : কবি, প্রাবন্ধিক ও সংবাদকর্মী [email protected]

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জোবায়ের মিলন,পোস্টমর্টেম,ভালোবাসা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close