তাহমিনা বেগম

  ০৮ মার্চ, ২০২০

নতুনে বাঁচবো

ভাবছি এবার উড়াল দেবো দূরে

বহুদূরে

সব বন্ধন ছিন্ন করে চলে যাবো

কোনো গিরিপ্রান্তে

বহু তো হলো আর কত

ওই কবোষ্ণ বুকে মাথানত!

বুঝবে সেদিন কে ছিল অন্তরে?

জীবনের হিসেব বদলে যাবে

হাসি-কান্নার দিনগুলো কি মিস করবে?

নিঠুর এ খেলাঘর বড় ঠুনকো...

যতই নুয়েছি, সঁপেছি নিজেকে

টলেনি... খোলনি হৃদয়ের দোর

এবার বুঝবে কেমন করে হয় ভোর।

কত দিবস কত শত রজনী

কেটেছে সুখ স্বপ্নে

বিভোর ছিলাম বাঁধবো বাহুডোরে

সবই কায়া, দাওনি তো ছায়া

বটবৃক্ষ ভেবেছিলাম

চোখের অতসী জলে ভিজেছে বটমূল

একটুও কাঁপেনি সে বৃক্ষ।

আর নয় কৃপায় বেঁচে থাকা

এবার উড়াল দেবো দূর বহুদূরে

একাকী কাটাবো গিরিধারী সন্ন্যাস বেশে

নিমগ্ন একাকী, কখনো পাখির মতো উড়ে বেড়াবো

কখনও ডুবুরি হয়ে সমুদ্র তলদেশে হাতড়াবো

যদি পাই কোনো মুক্তোর সন্ধান, হয়তো নতুনে আবার বাঁচবো।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কবিতা,উড়াল,তাহমিনা বেগম,বাঁচা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close