বীথি রহমান

  ২২ ফেব্রুয়ারি, ২০২০

প্রিয় বাঙলা

৮ ফাল্গুন

কৃষ্ণচূড়ার রঙে রাঙানো এক রক্তাক্ত সকাল

পলাশের ডালে একমনে গেয়ে যাচ্ছে কিন্নরী কোকিল

বসন্তের উদ্ভ্রান্ত হাওয়ায় সাজ সাজ রব

শহীদ মিনারের সুনিপুণ আলপনা বলে দেয়—আজ তোমাকে পাবার দিন।

তোমার অভিধানে রক্ত খচিত শব্দের তুফান

এই মাটির শস্যদানায়

এই বৃক্ষের পাতায় পাতায়

এই সবুজ ঘাসের ডগায়

এই পদ্মার বাঁকে বাঁকে মিশ্রিত তোমার থোকা থোকা রক্তজবা শব্দ!

শহীদ মিনারের বেদিতে বায়ান্নর বিষণ্ণ দুপুর

মেডিকেলের বাতাসে ভাসমান নাম না-জানা কিশোরের আর্তনাদ

বেজন্মা কুকুরের গুলির শব্দ ছাপিয়ে আজও রফিক-সালাম-শফিউল চিৎকার করে বলে—

আমি হাসতে চাই বাঙলায়

আমি কাঁদতে চাই বাঙলায়

আমি মাকে ভালবাসতে চাই বাঙলায়

আমি প্রেমিকার ঠোঁটে চুম্বন এঁকে দিতে চাই এই মধুময় বাঙলায়!

এরপর, আদিগন্ত নিঃস্তব্ধতা

রক্ত রঞ্জিত রাজপথ ঢেকে যায় পালক খসা পাখিদের মিছিলে

রাষ্ট্রের চোখ পুড়ে, বুক পুড়ে

আমার মায়ের সুখ পুড়ে তোমাকে পেলাম রাষ্ট্রভাষা বাঙলা!

প্রিয় বাঙলা, ৮ ফাল্গুন

বুকের রক্তে রাঙানো সেই একুশে ফেব্রুয়ারি

তোমাকে কী করে ভুলি!

লেখক : কবি [email protected]

পিডিএসও/মীর হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাঙলা,৮ ফাল্গুন,একুশে ফেব্রুয়ারি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close