মিনহাজুল ইসলাম

  ২৫ জানুয়ারি, ২০২০

অপরাহ্ন

চারদিক ঘিরে থাকতিস তোরা হয়ে মৌমাছি

কাঁধে হাত রেখে বলতিস, আমরা তো আছি

আজ কই তোরা, এই আমি একা জানালায়

আজো ভাবি আসবি ফিরে এই অবেলায়।

বছরের পর বছর কেটেছে হাত হাত রেখে

দিয়েছিলি তোরা কষ্ট মাঝে এক সুখ মেখে

যাস নিতো কভূ একা রেখে দূরে নিরালায়

আজ কই তোরা, এই আমি একা জানালায়

আজো ভাবি আসবি ফিরে এই অবেলায়।

ব্যালকুনিতে দাঁড়িয়ে কত গল্প এঁকেছি সবে

থাকব অটুট আমরা যতদিন বাঁচব এই ভবে

কত অভিমান, কত চিৎকার, কত অশ্রু ঝর্না

বয়েছে আনমনে কত নোনা জলের বন্যা।

সেই তোরা হারিয়ে গেলি আজ অজানায়

আজ কই তোরা, এই আমি একা জানালায়

আজো ভাবি আসবি ফিরে এই অবেলায়।

কত নির্ঘুম রাত কেটেছে জোছনা দেখেছি বসে

ঝিঁঝি পোকারা গান শুনাতো শূন্যে ভেসে ভেসে

রাতের আকাশে সুখ তারাটা একা ঘুরে বেড়ায়

আজ কই তোরা, এই আমি একা জানালায়

আজো ভাবি আসবি ফিরে এই অবেলায়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কবিতা,অপরাহ্ন,জানালা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close