মেহেদী হাসান তানজীল, শিক্ষার্থী

  ০৩ নভেম্বর, ২০১৯

শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নয়, সন্ত্রাস বন্ধ করুন

আগামী দিনের দেশ পরিচালনার জন্য নতুন নেতৃত্বের বিকাশে ছাত্র রাজনীতির ভূমিকা অপরিসীম। শিক্ষাঙ্গনে শুধু পড়ালেখা না গণতন্ত্রের চর্চাও প্রয়োজন আছে। গণতান্ত্রিক সংগ্রাম সূচনা হয়েছে শিক্ষাঙ্গন থেকেই। ছাত্র রাজনীতি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসলেই এর সুফল আসবে। বর্তমানে যারা দেশ পরিচালনা ও নেতৃত্ব দিচ্ছেন তারা ছাত্র জীবনে কোনওনা কোনও রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

৫২-এর ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর ছয় দফা ও ১১ দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের মানুষের অধিকার আদায়ে সকল যুক্তিক আন্দোলন সংগ্রামে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সাম্প্রতি বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধ করার দাবী উঠেছে এটি বাস্তবায়ন হলে এক সময় দেখা যাবে দেশ নেতৃত্ব শূন্য হয় পরবে। তাই শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্র রাজনীতি নয় সন্ত্রাস বন্ধ করুন।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছাত্র রাজনীতি,আমার আমি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close