সিত্তুল মুনা সিদ্দিকা

  ২৮ অক্টোবর, ২০১৯

আপন কুলায়

আমি শুভ্র গাঙচিলের দলে মিশে যাবার জন্য

অপেক্ষায় থাকি সমুদ্র তীরে শান্ত শীতের

কুয়াশাচ্ছন্ন ভোরে।

আমি রোদেলা সকালের কোমল পরশে

নোনা জলের বুকে খুঁজি বেঁচে থাকা

সহস্র সর্পিল খোলসে সুরক্ষিত বর্ণিল

শামুকের কোমল শরীর।

আমি সৌরদীপ্ত মধ্য দুপুরে মৃতপ্রায় শঙ্খের শ্বেত খোলস কুড়াই আধো ডোবা বালিতটে।

আমি জীবন মরুর বালিয়াড়িতে পড়ে থাকা

মৃত ঝিনুকের খোলসের আড়ালে মুক্তোর সন্ধানে

কাটাই রোদেলা বিকেল।

পড়ন্ত বিকেলের আবির আলোয় নীল সমুদ্রের

ছোট বড় ঢেউের শব্দে সম্মোহিত

করে তোলে জীবাত্মাকে

আমি তখন মৌন চিত্তে স্বপ্নীল ডাক শুনি

নতুনভাবে বেঁচে থাকার অন্তহীন প্রেরণায়।

দিনশেষে সূর্য ডোবার সময় পশ্চিম আকাশের

লালিমায় মোহাচ্ছন্ন হয়ে

নীড়ে ফেরা পাখির সাথে

আপন কুলায় আসি ফিরে!

লেখক : সহকারী প্রধান শিক্ষক

বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম

[email protected]

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কবিতা,আপন কুলায়,বিকেল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close