হাসানুর রহমান

  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

কাজী নজরুল

বাংলার সেই মহান কবি,

কাজী নজরুল তুমি।

তোমার সেই বিদ্রোহীতায়,

স্বাধীন হয়েছিল ভূমি।

তোমার সেই বিদ্র্রোহী গান,

সাড়া দিয়েছিল বাঙালির প্রাণ।

তোমার সে রণ সংগীত,

শুনে হয় শত্রুরা ভীত।

জানি তুমি ছিলে সর্বদা দিবেদিত

আজো মনে হয় তুমি রয়েছ জীবিত।

বেঁচে আছো তুমি তোমার গান-কবিতায়

আমারা তা বুঝতে পারি তোমার প্রতিভায়।

তুমি ছিলে মুক্তি প্রিয়,

মুক্ত মনের লোক।

তোমার সেই মৃত্যু দিনে

পালন করি শোক।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমার আমি,কাজী নজরুল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close