মুন্সি মহম্মদ ওয়াশিম, বীরভূম

  ০৩ আগস্ট, ২০১৯

মৃত্যুঞ্জয়

আমি মৃত্যুঞ্জয়,

মৃত্যুকে দেখেছি কাছ থেকে।

দেখেছি তার মায়াহীন ভয়াবহ রূপ।

দেখেছি তার নিষ্ঠুর হয়ে দেওয়া বজ্রাঘাত।

দেখেছি যন্ত্রণা কাতর মনকে কষ্ট দিতে।

দেখেছি বন্ধ চোখে নেমে আসা অন্ধকার।

দেখেছি অহংকারে পরিপূর্ণ তার মন।

দেখেছি আপন জনের অশ্রু ঝরা চোখ।

দেখেছি হারাতে ভালোবাসার মানুষ।

আমি মৃত্যুঞ্জয়,

দেখেছি মৃত্যুকে কাছ থেকে।

এসেছি ফিরে মৃত্যুর দু'হাত বেঁধে।

এসেছি ফিরে সূর্য ওঠা ভোরের সাথে।

এসেছি ফিরে তোমাদের মাঝে নতুন করে।

আমি মৃত্যুঞ্জয়, এসেছি মৃত্যুকে জয় করে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যুঞ্জয়,আমার আমি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close