হাসানুর রহমান, শিক্ষার্থী

  ২৮ জুলাই, ২০১৯

রোগ শোক

রোগে শোকে জর্জরিত

আমার দেশের লোক

দেখতে মোর দুঃখ লাগে

তাদের করুণ মুখ।

তাদের মুখে নেইতো হাসি

নেইতো মনে সুখ

জীবন ভরে পাচ্ছে শুধু,

তারা খালি দুখ।

দুঃখী মনে বসে একা

হাত দিয়ে তারা গালে,

দুচোখ যেন ভরে যায়

অশ্রুসজল জলে।

এমন করে কেমন ভাবে

তাদের জীবন চলে।

রোগে শোকে পায়না খেতে

অভাবে পারে না পথ্য নিতে

দেশের অনেক লোক

তাদের জন্য হৃদয় কাঁদে

জলে ভরে যায় দুচোখ।

তাদের জন্য একটি চাওয়া

থাকুক তারা সুখে,

জীবনে যেন দুঃখ না পায়

কোন পদক্ষেপেই।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রোগ,শোক,আমার আমি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close