সাহিদা সাম্য লীনা, সাংবাদিক, সাহিত্যিক

  ০৬ জুলাই, ২০১৯

আবেগের নদী

ভালোবাসি আপনাকে

আপনার নীরবতাকে,

ভালোবাসি আপনার ব্যক্তিত্বকে!

একটু আশাকে, বড় পাওনা ভেবে,

আবেগে আপ্লুত হয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম৷

গ্রহণের পরেও ভুলে ছিলাম, ও আবেগটা আসেনি তখনো!

একদিন, ভূঁই চাঁপা রং এর পোশাক পড়া প্রোফাইল পিকে তিনি অনলাইনে,

দেখেই, কেন যেন দুষ্টুমি করতে ইচ্ছে জাগলো,

একজন সরকারের উর্ধ্বতন ব্যক্তি,

ভেবে অবদমিত হয়ে গেলাম!

পানসে মনে ক্ষরণ করে রোজ

প্রতি মুহূর্তে জ্বালাতন করতে চাই,

আবেগের ঢেউ তীরে এসে একটা ধাক্কা!

একটু ক্ষণ কথা, আবার হারায়, আবার একটু, এভাবে দিনক্ষণ বেড়েই গেল!

আবেগের ঘরে ভালো লাগা এলো,

আবারো, আলাপের চেষ্টা, একটু একটু!

মাঝে একটা আলোচিত ঝড় ভাল লাগাকে ভাসিয়ে নিতে চাইলো!

কষ্টের সূঁই শরীরে বিষের মতো ছড়াতে চাইলো!

একটা আপসেট মেসেজে আবার সমস্ত অভিমান মুছে গিয়ে

আয়নায় দেখি ভালোবাসার নদী থৈ থৈ, আমার আবেগের নদী আপনার জন্য!

রাতদিন মুহূর্তে ভালোবাসা এখন স্বপ্নে, কল্পনায় ভাসছে,

অনলাইনে না দেখে দুদিন, হারানোর ভয় ঢুকে!

সত্যি আপনাকে বড় বেশিই ভালবাসি৷

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবেগ,নদী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close