মোশাররফ হোসেন রাতুল, শিক্ষার্থী

  ২৫ জুন, ২০১৯

"রুপসী বাংলা"

বিলের ধারে পুকুর পাড়ে

শাপলা ফুলের গন্ধ ছাড়ে

সবুজ শ্যামল বন বনানী

গাঙ শালিকের ভন ভনানী,

হিজল, শ্যাওলা, কলমি পাতা

গাছ গাছালীর রুপে আঁকা

সোনার বাংলাদেশ।

হরেক রকম পাখি ডাকে

কিচির মিচির ঝাঁকে ঝাঁকে,

বুনো হাসের পেখম মেলা

দেখতে লাগে বেশ।

মায়ের মতন দেখতে রতন

রুপের নাইতো শেষ,

পল্লী গায়ের মেয়ের মত

উপচে পড়ে কেশ।

মাঠে-মাঠে, ঘাঠে-ঘাঠে

চলন বাঁকা মেয়ের ঠোঁটে,

সবুজ ঘাসের শিশির কনা

অশ্রু হয়ে পড়ে।

ধানের শীষে ফড়িং নাচে রঙ বে-রঙের পাখি ডাকে, মুর্হমুর্হ পাতার ধ্বনি

গ্রীষ্মকালে টিনের চালে

টাপুর টুপুর ঝরে।

বর্ষাকালে নদীর বানে

তলিয়ে যায় দেশ,

রুপের সাথে সন্ধি তাহার

সোনার বাংলাদেশ।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রুপসী বাংলা,আমার আমি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close